হাসিমাখা বোল আর
দোলনার দোল
তাতে খুশি নয় শিশু
চায় মার কোল।
বিশ্বের বুক আর
তাতে যত মুখ
কারও মুখে মাখা নেই
মার মতো সুখ।
তাই শিশু হাসে আর
মাকে ভালোবাসে
আলোর ভরসা ভেবে
তাকে খোঁজে পাশে।
হাসিমাখা বোল আর
দোলনার দোল
তাতে খুশি নয় শিশু
চায় মার কোল।
বিশ্বের বুক আর
তাতে যত মুখ
কারও মুখে মাখা নেই
মার মতো সুখ।
তাই শিশু হাসে আর
মাকে ভালোবাসে
আলোর ভরসা ভেবে
তাকে খোঁজে পাশে।