একটা ফড়িং তা ধিনা ধিন
তবলায় তোলে বোল
ঠুমকি তালে গাছের ডালে
শালিকে খায় দোল।
একটা ফড়িং পা ঠুকে সে
নাচতে পারে খুব
ফিঙে তখন ঝিঙে তলে
দেখে ফড়িং রূপ।
একটা ফড়িং তিড়িং বিড়িং
পায়ে পরে মল,
একটা ফড়িং পুতুল ফড়িং
সাজে খুব উজ্জ্বল।
একটা ফড়িং তা ধিনা ধিন
তবলায় তোলে বোল
ঠুমকি তালে গাছের ডালে
শালিকে খায় দোল।
একটা ফড়িং পা ঠুকে সে
নাচতে পারে খুব
ফিঙে তখন ঝিঙে তলে
দেখে ফড়িং রূপ।
একটা ফড়িং তিড়িং বিড়িং
পায়ে পরে মল,
একটা ফড়িং পুতুল ফড়িং
সাজে খুব উজ্জ্বল।