নীলাকাশ আজ খুব যে কালো
মেঘ জমেছে মেঘ,
মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে
আসছে ঝড়ের বেগ।
জেলে, মাঝি নৌকা সবার
নিয়ে এসো তীরে,
ঝড় ও বৃষ্টি থামুক পরে
তোমরা যেও ধীরে।
কালবৈশাখি ঝড় হচ্ছে তাই
আমরা অনেক ভয়ে,
ঝড় ও বৃষ্টি চললে থেকো
তীরের-ই আশ্রয়ে।
নীলাকাশ আজ খুব যে কালো
মেঘ জমেছে মেঘ,
মাঠ পেরিয়ে, ঘাট পেরিয়ে
আসছে ঝড়ের বেগ।
জেলে, মাঝি নৌকা সবার
নিয়ে এসো তীরে,
ঝড় ও বৃষ্টি থামুক পরে
তোমরা যেও ধীরে।
কালবৈশাখি ঝড় হচ্ছে তাই
আমরা অনেক ভয়ে,
ঝড় ও বৃষ্টি চললে থেকো
তীরের-ই আশ্রয়ে।