মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামে মৃত জয়নাল শেখের মানসিক ভারসাম্যহীন পুত্র রিপন শেখকে (৪০) ইজিবাইক চোর সন্দেহে মারধর করে। রবিবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় তার স্বজনরা তাকে মারতে বাধা দিলে আলম মোল্যার ছেলে আল আমিন এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে আহত করে। আহতদের কে মাগুরা সদর হাসপাতালে আনা হলে গুরুতর আহত পাঞ্জু শেখের ছেলে হাসান শেখ (১৮) কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আলোকদিয়া গ্রামের মৃত জয়নাল শেখের মানসিক ভারসম্যহীন ছেলে রিপন শেখ (৪০) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিব (৩০) এর কাছে সিগারেট চাইতে গেলে রাজিব রিপনকে ইজিবাইক চোর মনে করে তাকে ধরে গাছের সাথে বেঁধে উপর্যুপরি মারধর করে। এ ঘটনা রিপনের পরিবার জানতে পেরে ঘটনাস্থলে এসে রাজিব ও তার পরিবারের লোকদের সাথে বিক বিতণ্ডার এক পর্যায়ে আল রাজিবের ছোট ভাই আল আমিন (২৩) ঘর থেকে ধারালো অস্ত্র এনে এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে গুরুতর জখম করে। এ সময় স্থানীয়রা তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে। অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা হলো মিজান(৪৮), রিপন(৪০), পাঞ্জু শেখ। এদের সকলের বাড়ি আলোকদিয়া গ্রামে।
লাশ সুরতহাল রিপোর্টের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মাগুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন