বিএনপি ক্ষমতায় এলে বাগেরহাটের রামপালের ফয়লার খানজাহান আলী বিমানবন্দর চালু এবং মোংলা বন্দরকে আধুনিকায়ন করা হবে।
শুক্রবার বিকালে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন বাগেরহাটের মোংলা–রামপাল সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।
তিনি বলেন, ১৯৯৬ সালে বিএনপি সরকারে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়া এই বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তখন ব্যাপক কার্যক্রমও শুরু হয়। কিন্তু সরকার পরিবর্তনের পর বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায়। তাই বিএনপি পুনরায় ক্ষমতায় এলে বিমানবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
তিনি আরও বলেন, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত মোংলা বন্দর এখনো আশানুরূপ উন্নয়ন পায়নি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এ বন্দরও আধুনিকায়ন করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নূর জনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি।
বিডিপ্রতিদিন/কবিরুল