বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল যশোর উপশহর মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার বিকেলে যশোর উপশহর মাঠে তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তাবিথ আউয়াল আরও বলেন, প্রতিহিংসায় নয়, প্রতিযোগিতায় বিশ্বাসী হতে হবে। সমাজে সমতা ও বন্ধুত্ব সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই।
যশোরের ক্রীড়াঙ্গনের প্রশংসা করে তাবিথ আউয়াল বলেন, যশোর থেকে অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এই ধারা অব্যাহত রাখতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় উপশহর ইউনিয়ন ও ফতেপুর ইউনিয়ন দল মুখোমুখি হয়। টুর্নামেন্টে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন থেকে একটি করে দল অংশগ্রহণ করবে। আগামী ২২ নভেম্বর টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা শেষ হবে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর।
বিডি-প্রতিদিন/এমই