ময়মনসিংহের ভালুকায় “বাংলা কবিতায় হেমন্ত” স্লোগানকে সামনে রেখে হেমন্তের কবিতা উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ভালুকা সাহিত্য সংসদ ও ভালুকা প্রেসক্লাব যৌথভাবে আয়োজন করে এ উৎসব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী। সঞ্চালনায় ছিলেন কবি আবুল বাশার শেখ ও আশয়ারী বিনতে আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন এমএ রশিদ এবং এডভোকেট একেএম আমান উল্লাহ বাদল। সমাপনী বক্তব্য দেন ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।
উৎসবে আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক জসীম উদ্দিন মুহাম্মদ, কবি আসাদুল হোসেন ও কবি কাজী আলম ভূঁইয়া। সম্মানিত অতিথি ছিলেন শিক্ষক এমএ কাজল রানা ও কবি কাঙাল শাহীন।
কবিতা, আলোচনা এবং সাহিত্যচর্চায় ভরপুর এ আয়োজন অংশগ্রহণকারীদের সৃজনশীলতা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।
বিডি প্রতিদিন/হিমেল