দিনাজপুরের বীরগঞ্জে জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুর রহমান সরকার।
২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় ও প্রতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাওসার আলী, খামার ব্যবস্থাপক মো. সামসুজ্জামান ও মৎস্য চাষী নরেন দাস।
এ সময় প্রধান অতিথি বলেন, ঢেপা নদীর অভ্যয়ারণ্য এলাকায় দেশীয় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ করা হয়। আমাদের সুফলভোগীরা এই পোনামাছগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে নদীতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পাবে। দেশের খালবিলগুলো আবার দেশীয় মাছে ভরে উঠবে বলে আশা করছি।
বিডি প্রতিদিন/জামশেদ