জুলাই আন্দোলনে আহত সন্তানদের সুচিকিৎসার দাবিতে আবেগঘন বক্তব্য দিলেন জুলাইয়ের মায়েরা। শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ অভিভাবকরা।
বক্তারা বলেন, জুলাই আন্দোলনে মায়েদের ভূমিকা জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। সন্তানরা রাজপথে আন্দোলন করেছে, মায়েরাও রাজপথে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটেছে, তাদের ত্যাগ নতুন বাংলাদেশ এনে দিয়েছে। অনুষ্ঠানে ‘মাদার অব জুলাই’সহ জুলাই আন্দোলনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ