ঠাকুরগাঁওয়ে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদযাপন উপলক্ষে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জেলার ‘জুলাই কন্যা’, শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের মা, স্ত্রী ও পরিবারের সদস্যরা অংশ নেন।
শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল সুমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান শেখসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারবর্গ।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সন্তানদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেক মা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, ‘জুলাই আন্দোলনের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে শোষণ ও বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে। শহীদদের আত্মত্যাগ কখনও ভোলা যাবে না।’
বিডি প্রতিদিন/জামশেদ