শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্লীল বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদী গণসঙ্গীত করেছে জেলা জাসাস।
শনিবার (১৯ জুলাই) দুপুরে শহরের তমালতলা মোড়ে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আয়োজনে বিক্ষোভ সমাবেশে জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালি রঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির উপদেষ্টা জিল্লু রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যারা এখন বিএনপিকে নিয়ে কথা বলেন তাদের কাউকে ১৬ বছর আন্দোলন সংগ্রামে দেখা যায়নি। তাই তাদের মুখে বিএনপিকে নিয়ে কথা মানায় না। দেশের মানুষ এখন ভোট দিয়ে তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসাতে চায়।
তিনি আরও জানান, বর্তমানে দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানুষের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠার স্বার্থে দেশে অতি দ্রুত নির্বাচন দরকার। বিক্ষোভ সমাবেশ শেষে জাসাসের শিল্পীরা বিভিন্ন প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ