‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
পরে জনসচেতনতামূলক একটি র্যালি শহর প্রদক্ষিন করে। মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতা বা প্রশ্নের সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সরাসরি সেবা দেবেন। মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেবা দেওয়া হবে। এতে নামজারি, খাজনা পরিশোধ, দলিল সংক্রান্ত পরামর্শ এবং সেটেলমেন্ট সংক্রান্ত সেবা প্রদান পরে মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনার এর আয়োজন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) সুরাইয়া আকতার লাকীসহ উপজেলা নির্বাহী অফিসার, এসিল্যান্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/এএম