শেরপুরের নকলা উপজেলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষাথী নিহত হয়েছে এবং অপর একজন আহত হয়েছে।সুত্রে জানা যায়, নিহত মেহেদী হাসান নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী গ্রামের জামির হোসেন রাজমিস্ত্রির ছেলে।
মেহেদী হাসান (২২) নকলা সরকারি হাজী জাল মামুদ কলেজের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিল। শনিবার সন্ধ্যায় ঢাকা -শেরপুর মহাসড়কের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়ন এর বিদ্যুৎ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল চালক মো. শামীম মিয়া (২৫)।তিনি বানেশ্বর্দী ইউনিয়নের ভূরদী ছালাকুরা গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তাঁকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,আজ শনিবার বিকেলে শামীম মিয়া ও মেহেদী হাসান মোটরসাইকেল নিয়ে নকলা বাজার থেকে ভূরদী গ্রামের বাড়ির দিকে যাছিলেন। মোটরসাইকেলটি শেরপুর-ঢাকা মহাসড়কের গণপদ্দী এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান ও চালক শামীম মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাব¯’ায় তাঁদের উদ্ধার করে উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।
নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাশার দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।আইনগত সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম