মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দিনেশ চন্দ্র সরকার নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার দুপুর একটার দিকে শহরের ভানুগাছ সড়কে রেল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিনেশ চন্দ্র সরকার মৌলভীবাজার সদর উপজেলার বড়হাট এলাকার বাড়ইকোনা গ্রামের মৃত যোগেশ চন্দ্র সরকারের ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ছিলেন।
স্থানীয়রা জানান, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দিনেশ চন্দ্র সরকার রেললাইনের পাশে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মওদুদ হাওলাদার জানান, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল