জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী পেশাজীবী নেতৃবৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। শামসুর রহমান দোলন চাপার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বেগম জরিনা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল করিম পিয়ারা, অধ্যাপক মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মো. মঞ্জুর রহমান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক শামীম বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা হাফিজ উদ্দিন, মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরু মিয়া, কেল্লাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনিসুর রহমান।
এছাড়া জেলার সকল পেশার লোকজন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল