কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের লুটপাটের কারণে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। বিশেষ করে রোজা এবং ঈদ ঘিরে ফ্যাসিস্ট সরকারের ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যে নিত্যপণ্যের বাজার থেকে শুরু করে পরিবহন সেক্টরে টিকেট কালোবাজারীসহ অরাজকতা কায়েম ছিল। তবে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর কোথাও এখন আর সিন্ডিকেটের দৌরাত্ম্যে অস্থিরতা দেখা যায় না। অন্যান্য বছরের তুলনায় এ বছর বাজার দর নিয়ে মানুষ স্বস্তিতে রয়েছে।
তিনি আজ রবিবার (৩০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ এর উদ্যোগে অসহায় দরিদ্র সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অন্তবর্তী সরকারকে সার্বিক সহযোগিতার কারণে দ্রব্যমূল্য থেকে শুরু করে সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। তাই মানুষের মধ্যে হাহাকার নেই, তারা শান্তিতে ঈদ করতে পারছে। তিনি এ সময় সাধারণ মানুষকে সাথে নিয়ে জনমানুষের রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে মানিক মিয়া সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ প্রমুখ। পরে ৩ শতাধিক অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ