সাতক্ষীরার কলারোয়া উপজেলায় অস্বাস্থ্যকর ও ভোজাল মাছের খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে টাস্কফোর্সের অভিযানে তিন হাজার বস্তা মাছের খাবার জব্দ করা হয়েছে। এসময় ‘মেসার্স ভাই ভাই ফিস ফিড’ কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার বিকাল সাড়ে তিনটার কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলারোয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জেলার কলারোয়া উপজেলার হেলাতলা নামক স্থানে মানবদেহের জন্য ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিএসটিআই-এর অনুমোদন ব্যতীত ভেজাল মাছের খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, পুলিশ, বিএসটিআই কর্মকর্তা প্রমুখের সমন্বয়ে গঠিত একটি টাস্কর্ফোস টিম অভিযান চালায়।
এ সময় খাদ্য সামগ্রী উৎপাদন আইন লঙ্ঘনের দায়ে মেসার্স ভাই ভাই ফিস ফিড থেকে তিন হাজার বস্তা ভেজাল ও অস্বাস্থ্যকর মৎস্য খাবার জব্দ করা হয়। একই সঙ্গে বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক “মেসার্স ভাই ভাই ফিস ফিড” এর মালিক মো. তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই’র খুলনা ফিল্ড অফিসার মো. আব্দুল মান্নানসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
বিডি প্রতিদিন/নাজিম