দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধব পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামিম স্বপনের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
রবিবার বেলা ১১টার দিকে মংলা-কাঠলাবাজার সড়কের হাকিমপুরের নয়নগর গ্রামে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। এ সময় চেয়ারম্যান ছদরুল শামিম স্বপনের কুশপুত্তলিকা পুড়িয়ে দেন বিক্ষুব্ধরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান তার পরিষদে কোনো নারী সেবা প্রত্যাশী গেলে তাদের টিসিবি, ভিজিএফ কার্ড করে দেওয়ার প্রলোভনে আপত্তিকর প্রস্তাব দিয়ে থাকেন। সম্প্রতি এক দিনমজুরের স্ত্রীকে প্রলোভন দেখিয়ে আপত্তিকর প্রস্তাবের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, ভুক্তভোগী মাহফুজার রহমান রকি নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই