রমজান উপলক্ষে পিরোজপুরে নিম্নআয়ের বিভিন্ন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার সকালে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটোরিয়াম রুমে ৩০০ পরিবারের মাঝে রমজানের এ খাদ্য সামগ্রী উপহার তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছেন-চাল, ডাল, চিনি, তেল, পিঁয়াজ, রসুনসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
এ সময় অতিথি ছিলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, জামায়াতের পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আ. রব, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রাজ্জাক।
বিডি প্রতিদিন/এমআই