ডাব পাড়তে গেলে কথা কাটাকাটির জের ধরে মুন্সিগঞ্জ শহরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতাবস্থায় সহোদর দুই ভাই আলাল খালাশী (৪৫) ও দুলাল খালাশীকে (৩৬) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তাদের চাচী আহত আলেনুর বেগমকে (৭০) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শনিবার দিবাগত রাত ৮টার দিকে শহরের গনকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার আলম মিয়ার মেয়ে জামাই রাজিব হোসেনের (৩০) সঙ্গে আলাল খালাশীর পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে আলাল খালাশীর ছোট ভাই দুলাল খালাশী তার বন্ধুর ডাব বাগানে ডাব পাড়তে যান। এসময় ডাব পাড়া নিয়ে দুলাল ও রাজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে দুলাল খালাশীকে ওই ডাব বাগানের সামনে পেয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটান রাজিব ও তার লোকজন। পরবর্তীতে গনকপাড়া মিলন ক্লাবের সামনে দুলালের বড় ভাই আলাল ও চাচি আলেনুরকেও পেটায় প্রতিপক্ষরা।
আহত দুলাল খালাশী বলেন, আমাদের এলাকার আলমের মেয়ে জামাই রাজিবের সঙ্গে ডাব পাড়া নিয়ে তর্ক হয় আমার। রাতে ডাব বাগানে আমাকে একা পেয়ে পেটায়। তার কিছুক্ষণ পর আমার ভাই ও চাচীকেও পেটায়।
তবে এ ব্যাপারে জানতে রাজিবের হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে এলাকায় পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার এসআই মো. রিয়াজ জানান, ডাব পাড়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। রাতে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। আহতরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/একেএ