ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রবাসী পারভেজ সবুজের স্ত্রী হাফছা আক্তার (২৩) এর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সন্ধায় উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফছা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশাল গ্রামের মো. মোখলেছ মিয়ার মেয়ে।
নিহতের বাবা মোখলেছ মিয়া বলেন, ‘প্রায় ৩ বছর পূর্বে নবীনগর উপজেলার গোয়ালী গ্রামের আব্দুছ সালাম মিয়ার ছেলে প্রবাসী সবুজের সঙ্গে আমার মেয়ে হাফছা আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর সবুজ প্রবাসে চলে যায়। তখন থেকেই টাকা-পয়সা নিয়ে আমার মেয়েকে তার শ্বশুর-শ্বাশুড়ি ও ননদ মিলে নির্যাতন করতো। বিষয়টি ওয়ার্ড মেম্বার বাছির মিয়াকে অবগত করেও কোন সমাধান হয়নি। মঙ্গলবার তারাবি নামাজের সময় খবর পেয়ে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় পাই।’
তিনি আরও বলেন, ‘আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে তার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ মিলে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সঠিক তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই।’
কাইতলা দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য বাছির মেম্বার বলেন, ‘মঙ্গলবার ইফতারের তিন মিনিট পূর্বে সবুজ আমাকে ফোন করে বলে তার স্ত্রী তার সাথে ঝগড়া করে বিষ খেয়েছে। আমি দ্রুত তাদের বাড়িতে গিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠাই। সেখানে যাওয়ার পথে সে মারা যায়।’
নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/জামশেদ