ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই তরুণের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপি সংঘর্ষে নারী, বৃদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা যায়।
সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, চুমুরদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব সদরদী গ্রামে স্থানীয়ভাবে দুটি পক্ষ রয়েছে। পারস্পরিক দ্বন্দ্বের জেরে গতকাল সোমবার রাত সাড়ে ১০ টার দিকে দুই পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ৪ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। এ ব্যাপারে মঙ্গলবার (৪ মার্চ) দুপুর পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ