আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজিত হয়। শুক্রবার দিনব্যাপী এই কর্মসূচি ঝালকাঠি প্রেসক্লাবে চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, এবং অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেন সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
স্বাস্থ্য বিভাগের আয়োজনে কর্মসূচির সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম। এতে সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিটের স্বেচ্ছাসেবীরা।
বিডি প্রতিদিন/আশিক