কুমিল্লায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘জলের ছোঁয়া’ শিরোনামে একটি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। নগরীর ধর্মসাগর দিঘির পশ্চিম পাড়ের আকন ভ্যালিতে শুক্রবার বিকালে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চিত্র শিল্পী এম.আর আকনের বাবা আলহাজ্ব আব্দুল জলিল আকন ও মা মোসা. সাফিয়া খাতুন প্রদর্শনীটি উদ্বোধন করেন। ৩ দিনব্যাপী এই প্রদর্শনী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং দর্শনার্থীদের জন্য বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে মোট ৫৮টি ছবি স্থান পেয়েছে, যার মধ্যে প্রাকৃতিক দৃশ্য যেমন ফুল, ফল, সূর্য, গাছপালা, নদী, নৌকা ও গ্রামীণ জনপদকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিশেষভাবে প্রদর্শিত হয়েছে রাণীর কুঠির আখতার হামিদ খানের স্মারক বাসগৃহ। দেয়ালে দেখা গেছে জোসনার প্রদর্শনী এবং বাতাসে মিলেছে ফুলের সুবাস।
ঝাকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনমুন সরকার বলেন, “প্রদর্শনীর ছবিগুলো জীবন্ত মনে হচ্ছে। এগুলো দেখার মাধ্যমে আত্মিক সত্তা জাগ্রত হবে।”
অভিভাবক রেশমা আক্তার বলেন, “যারা অঙ্কন করেন তাদের মাঝে একটি ভিন্ন সত্তা কাজ করে, তারা ছবি দেখে নিজেদের ভিতরের জগত নিয়ে কল্পনা করেন। এই প্রদর্শনী বাচ্চাদের মনোজাগতিক সত্তা উন্মোচিত করবে।”
আকন আর্ট ইন্সটিটিউট এন্ড গ্যালারির পরিচালক মো. মিজানুর রহমান আকন (এম.আর আকন) বলেন, “মানুষের দুইটি জগৎ থাকে—একটি দৈহিক ও অন্যটি আত্মিক। চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের আত্মিক সত্তা জাগ্রত হয়। এই প্রদর্শনীর মাধ্যমে তাদের মনোজাগতিক বিষয়কে প্রাণবন্ত করা হবে।”
বিডি প্রতিদিন/আশিক