মাদারীপুর জেলা প্রশাসক, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ রাজনৈতিক-সামাজিক নানা সংগঠনের উদ্যোগে বিভিন্ন আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সমন্বিত সরকারি ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভাষাসৈনিক পরিবারবর্গকে সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে শহীদ মিনার চত্বর থেকে প্রভাতফেরী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে মাদারীপুর সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল সদস্য মাওলানা আব্দুস সোবাহান প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে জেলা শিশু একাডেমীর বিভিন্ন পদে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল