নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে সোনারগাঁ উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
এসময় পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সোনারগাঁ প্রেসক্লাব, সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সোনারগাঁ থানা, সোনারগাঁ পৌরসভা, সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণ।
এছাড়াও দিনব্যাপী সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল