কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দিবসের প্রথম প্রহরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। এরপর একে একে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি, জেলা বিএনপি ও কুড়িগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
এ সময় পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত ডেপুটি কমিশনার উত্তম কুমার রায়, অতিরিক্ত কমিশনার এস.এম. কুদরতে খুদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ৫২-এর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যায়ক্রমে এসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
অন্যদিকে, দিবসটিকে ঘিরে কুড়িগ্রাম জেলা প্রশাসন আজ শুক্রবার সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের আয়োজন করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল