বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্রযুক্তিগত দক্ষতা অর্জন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত ৩ হাজার কর্মী নেবে জাপান। সরকারের পাশাপাশি টিএমএসএস তরুণদের প্রশিক্ষিত করে জাপানে কর্মসংস্থানের সৃষ্টি করছে। টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটি (টিআইএসআই) এবং টাউনলাইফ কোম্পানি জাপানের মধ্যে বৃহস্পতিবার এক চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে স্বাক্ষর করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম ও টাউনলাইফ কোম্পানির পরিচালক মি. তোমিজাওয়া কাজুনোরি।
চুক্তির মাধ্যমে ডিপ্লোমা ইন সিভিল কন্সট্রাকশন ও ইলেকট্রিক্যাল ট্রেডে অধ্যয়নরত শিক্ষার্থীদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের সুযোগ তৈরি হলো।
টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, ‘তরুণদের জাপানে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষিত করে গড়ে তোলা হচ্ছে। জাপানিজ সংস্থার সঙ্গে আমরা নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছি।’