ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৬৫ রানের জবাবে খেলতে নেমে ১৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৯ রান করে লিটন দাসের দল।
এর আগে, সোমবার টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও ৩৫ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে এরপরই হাত খুলতে শুরু করে ক্যারিবিয়ানরা।
বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন রিশাদ। ২৭ বলে ৩৪ রান করা আলিক আথানজেকে বোল্ড করেছেন এই লেগি। আরেক ওপেনার ব্রেন্ডন কিংও একই পথে হেঁটেছেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ৩৬ বলে ৩৩ করেছেন তিনি। তাকে ফিরিয়েছেন তাসকিন। নতুন ব্যাটার রাদারফোর্ডকে পরের বলেই আউট করেছেন এই পেসার।
৮২ রানে ৩ উইকেট হারানো উইন্ডিজ ইনিংসের বাকিটা সময় দাপট দেখিয়েছে। শাই হোপ ও রভম্যান পাওয়েলের ব্যাটে দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় তারা। পাওয়েল অপরাজিত থেকেছেন ২৮ বলে ৪৪ রানে, আর হোপের ব্যাট থেকে এসেছে অপরাজিত ২৮ বলে ৪৬ রান।
জবাবে খেলতে নেমে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান ৮ রান করে আউট হন আকিল হোসেনের বলে। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন তানজিদ হাসান (১৫) ও অধিনায়ক লিটন দাস (৫)।
টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন তাওহীদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। হৃদয় ২৫ বলে ২৮ রান করেন, সাকিব খেলেন ২৭ বলে ৩৩ রানের ইনিংস। এই জুটিও দীর্ঘস্থায়ী হয়নি।
নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় চাপে পড়ে বাংলাদেশ। নাসুম আহমেদ (২০) ও রিশাদ হোসেন (৬) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষদিকে তাসকিন আহমেদের ১০ ও মুস্তাফিজুর রহমানের ১১ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
বিডি-প্রতিদিন/এমআই