প্রাইম ব্যাংক-জেএএমএস গ্রুপের চুক্তি
প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভেলপমেন্ট লিমিটেড। এ চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভেলপমেন্টের জমি ও ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় পাবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ ও জেএএমএস কন্সট্রাকশন ও জেএএমএস ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. শাহাদাত হোসেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট ওয়ালটনের
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে জলাশয়ের ওপর স্থাপন করা হয়েছে ১ মেগাওয়াট ক্ষমতার ফ্লোটিং সোলার প্রজেক্ট, যা দেশের মধ্যে বেসরকারি উদ্যোগে নির্মিত সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র। এর আগে চাঁপাইনবাবগঞ্জের বুলনপুরে স্থাপিত ২.৩ মেগাওয়াট ক্ষমতার সোলার পাওয়ার প্রজেক্টে জলাশয়ের পানির ওপর দশমিক ৮ (০.৮) মেগাওয়াট ক্ষমতার সোলার প্যানেল ভাসমান অবস্থায় স্থাপন করা হয়েছিল।

এমটিবির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
আনন্দঘন পরিবেশে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) উদ্যাপন করেছে ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘নিরন্তর সম্ভাবনার ২৬ বছর’ প্রতিপাদ্যে এ আয়োজন ছিল এমটিবির সফল ও অনুপ্রেরণামূলক যাত্রার এক স্মরণীয় মুহূর্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার, মো. খালিদ মাহমুদ খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য প্রদান, এমটিবির ২৬ বছরের যাত্রার ওপর প্রতিফলন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি কেক কাটা অনুষ্ঠিত হয়।

অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন
এস সি জনসন প্রাইভেট লিমিটেড অ্যাঞ্জেলিকা ফ্রেশ এয়ার ফ্রেশনারের দুটি নতুন ভ্যারিয়েন্ট-ওয়াইল্ড ল্যাভেন্ডার এবং ফ্রেশ লেমন উন্মোচন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস সি জনসনের কান্ট্রি ডিরেক্টর শাফায়েত ইউসুফ, হেড অব মার্কেটিং সুকুমার সরকার, এসিআই লিমিটেডের চিফ বিজনেস অফিসার কামরুল হাসান, হেড অব সেলস মোহাম্মদ আলী প্রমুখ।

মানি লন্ডারিং প্রতিরোধে বিকাশের কর্মশালা
হুন্ডি, বেটিং এবং মানি লন্ডারিং প্রতিরোধে আরও জোরালো পদক্ষেপ গ্রহণে সচেতনতামূলক কর্মশালা আয়োজন করেছে বিকাশ। সারা দেশের সব ডিস্ট্রিবিউটরকে নিয়ে ঢাকা, খুলনা, বগুড়া ও কুমিল্লায় পৃথক চারটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাগুলোতে দেশজুড়ে বিস্তৃত এজেন্ট নেটওয়ার্ক পরিচালনায় তাদের আর্থিক লেনদেনে সঠিক তথ্য নিশ্চিতকরণ, টাকার উৎসের সচেতনতা, সন্দেহজনক লেনদেনের রিপোর্টিং, নিয়মিত তথ্য হালনাগাদ, কর্মকর্তাদের পর্যবেক্ষণ, নন-কমপ্লায়েন্ট এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে আলোচনায় বক্তব্য দেন বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হক প্রমুখ। -বিজ্ঞপ্তি
মিডল্যান্ড ব্যাংক ও অলওয়েলের চুক্তি
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ফিনল্যান্ডভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অলওয়েলের সঙ্গে চুক্তি করেছে। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের চিফ টেকনোলজি অফিসার মো. নাজমুল হুদা সরকার এবং অলওয়েলের মেডিকেল অপারেশনস ডিরেক্টর ডা. ফিরোজ সালাহউদ্দিন। চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংকের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা টেলিমেডিসিন ডাক্তার হোম ভিজিট সেবা, প্যারেন্ট কেয়ার প্ল্যান, হোম স্যাম্পল কালেকশন ও ল্যাব টেস্টে ছাড় পাবেন।