রাজশাহীর পদ্মার চরে জন্মানো খড় কাটাকে কেন্দ্র করে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীর চরের নীচ খানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আমান মণ্ডল (৩৬) চরখানপুর এলাকার মিনহাজ মণ্ডলের ছেলে।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) শুপ্রভাত মণ্ডল জানান, পদ্মার চর খানপুরে খড় কাটা নিয়ে দুইপক্ষের গোলাগুলিতে একজন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আরো তিনজন আহত হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর বিশ্বাস জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুইজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/বাজিত