অনেক দিন ধরেই দেশের বাইরে চিত্রনায়ক জায়েদ খান। তবে দেশ থেকে হাজারো মাইল দূরে থাকলেও আলোচনা থেকে দূরে নেই জায়েদ। নানা সময়েই তাকে নিয়ে চর্চা হয়। জায়েদ সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি দিলেই মুহূর্তেই তা ভাইরাল। ব্যাপারটা এমন খান যা দেন, মানুষ তা হুড়মুড়িয়ে লুফে নেন।
তবে এবার হঠাৎ করেই জায়েদ আলোচনায় অন্য এক কারণে, বিয়ে। বলিউডে সালমান খানের বিয়ে নিয়ে যেমন চর্চা হয়। বাংলাদেশেও তেমন জায়েদের বিয়ে নিয়ে চর্চা কম নয়।
আর সেই চর্চা উস্কে দিলো সোশ্যাল মিডিয়ার একটা ছবি। বরের পোশাকে জায়েদ খান। তার পাশে কনের সাজে এক নারী। আবার সেই নারীর মুখ ঢেকে দেয়া। ঠিক এখানেই ঘনালো রহস্য। যারা জানেন, তারাও ব্যাপারটা ইনি বিনিয়ে জমিয়ে তুলছেন। আর যারা জানেন না, তারাও বোঝার চেষ্টা করছেন! প্রশ্ন করছেন, সত্যিই কি বিয়ে করলেন জায়েদ খান? কেউ আবার মজা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, জায়েদ খান বিয়ে করলেন অথচ দাওয়াত পেলাম না!
অনেকে এ নিয়ে বিভ্রান্ত। ফিসফাস চলছে। তবে সব গুঞ্জনের বাড়ন্ত আগুনে সোজা পানি ঢাললেন জায়েদ খান। মুঠোফোনে জানালেন, এটাও বিয়ে বিষয়ক আয়োজন, মানে ব্রাইডাল শো। আর তাতেই তিনি বধূসাজে থাকা চিত্রনায়িকা মাহিয়া মাহীর সাথে মিশিগানে হেঁটেছেন। তবে এটা তার আসল বিয়ে নয়।
চিত্রনায়িকা মাহীও বেশকিছু দিন ধরে আমেরিকায় বসবাস করছেন। জায়েদ খানও সেখানে অবস্থান করছেন বছর খানেক আগে থেকেই।
বিডি প্রতিদিন/নাজমুল