বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী বিনোদন দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে নায়িকা বিদ্যা বালানের। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা। তামিল ছবি ‘জেলার-২’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্র রূপায়ণ করবেন। এ ছবিতে খলচরিত্রে থাকবেন মিঠুন। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় এখন চেন্নাইয়ে চলছে ছবির শুটিং। কেরালার মেয়ে বিদ্যা বালান অভিনয় করেছেন টলিউড ও বলিউডের একাধিক ছবিতে। এর আগে ২০১৯ সালে ‘নেরকো পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, তবে দক্ষিণ ভারতের মেয়ে হয়ে সেভাবে কখনই কোনো ছবিতে অভিনয় করা হয়নি তার। দক্ষিণী বিনোদন দুনিয়ায় ‘জেলার-২’ ছবির হাত ধরেই অভিষেক হচ্ছে বিদ্যার। ২০২৬ সালের ১২ জুন মুক্তি পাবে ছবিটি।