ঘরের মাঠে সবসময় নিজেদের অনুকূল কন্ডিশনে খেলতে অভ্যস্ত বাংলাদেশ। তবে আসন্ন দুইটি টি-টোয়েন্টি সিরিজে ভিন্ন পরিকল্পনায় এগোতে চান দলের অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোকে তিনি দেখছেন বিশ্বকাপের প্রস্তুতির আদর্শ মঞ্চ হিসেবে।
সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নভেম্বরে একই ভেন্যুতে আইরিশদের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের শেষ প্রস্তুতি সিরিজ।
রবিবার সংবাদ সম্মেলনে লিটন জানান, দলের লক্ষ্য এখন শুধুমাত্র জেতা নয়— বরং চ্যালেঞ্জের মুখে পড়ে নিজেদের সীমা পরীক্ষা করা।
তিনি বলেন,“বিশ্বকাপের আগে আমাদের হাতে সময় খুবই কম। সামনে শুধু এই দুইটা সিরিজ আছে। আমরা চাইব যেন সবাই চ্যালেঞ্জের মুখে পড়ে খেলার অভিজ্ঞতা নেয়। ব্যাটিং বা বোলিং যেখানেই হোক, আমি চাই খেলোয়াড়রা যেন চাপ অনুভব করে। ব্যাকফুটে থাকা মানে হার নয়, বরং সেটাই আমাদের শক্তি গড়ে তুলবে।”
টি-টোয়েন্টিতে টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও বহুজাতিক টুর্নামেন্টে সাফল্যের মুখ দেখেনি বাংলাদেশ। সর্বশেষ এশিয়া কাপেও ব্যর্থ হয়েছে দলটি। সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই লিটন এবার নজর দিতে চান ভালো উইকেটে খেলার দিকে।
তার ভাষায়, “আমরা চেষ্টা করছি ভালো উইকেটে খেলার জন্য। ব্যাটিংবান্ধব উইকেটে ব্যাটারদের সফল হওয়ার সুযোগ বেশি থাকে। এখনকার দলটার অনেকেই বড় ছক্কা মারতে পারে, এটা ইতিবাচক দিক। তবে ক্রিকেট শুধু ছক্কার খেলা নয়, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। কখন ছয় মারতে হবে, কখন সিঙ্গেল নিতে হবে সেই বুদ্ধিমত্তাই আমাদের এগিয়ে নেবে।”
বিডি প্রতিদিন/মুসা