প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই লক্ষ্যে থাইল্যান্ডে দু’টি প্রীতি ম্যাচ খেলেছেন মেয়েরা। শুক্রবার অনুষ্ঠিত প্রথম ম্যাচে ০-৩ গোলে হেরেছিল তারা। আজ দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে দ্বিতীয় প্রীতি ম্যাচে হেরেছে ৫-১ গোলে।
সোমবার ব্যাংককের চোনবুড়ি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে প্রথমার্ধে ৩-১ গোলে পিছিয়ে থেকে শেষ করে বাংলাদেশের মেয়েরা।
২৯তম মিনিটে দলের পক্ষে গোলটি করেন শামসুন্নাহার। বা প্রান্ত থেকে মারিয়া মান্দার কর্ণারে থাইল্যান্ডের বক্সে লাফিয়ে হেড করেন তিনি। বলের দিক পরিবর্তন করে গোলরক্ষককে কোনো সুযোগই দেননি। সাইড পোস্টে লেগে বল জালে জড়ালে উল্লাসে মাতেন বাংলাদেশের মেয়েরা।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে পিটার বাটলারের দল। ৫৪তম মিনিটে বক্সের বাইরে থেকে উড়ন্ত শটে গোল করেন মেরিসন। তিন মিনিট পর আবার থাই ফরোয়ার্ডদের গতিতে পরাস্ত হন বাংলাদেশের ডিফেন্ডাররা। এতে পেছন থেকে ডিফেন্ডার কোহাতি কিসকু অধিনায়ক সাওলাককে ফাউল করলে ভিয়েতনামের রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জিরাপরান স্কোরলাইন ৫-১ করেন। ফলে বড় হারেই শেষ হয় এশিয়ান কাপের প্রথম প্রস্তুতি পর্ব।
বিডি প্রতিদিন/কেএ