রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের শেষ মাথায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন।
ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী কমিউটার ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সোমবার বিকালে দুর্ঘটনাটি ঘটে।
রিপোর্ট লেখা পর্যন্ত ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৬০) বছর ।
সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে সোমবার সন্ধ্যা পৌনে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহ টি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। তিনি বলেন, মৃতের পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল