কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের খালবাজার নামক বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে দোকানঘর, নগদ টাকা ও মালমালসহ প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করা হচ্ছে। কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ তদন্ত শেষে পড়ে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, খোঁজখবর নেওয়া হচ্ছে। আগুনের সূত্রপাত বের করতে কাজ করছে ফায়ার সার্ভিস। আবেদন পেলে সরকারি বরাদ্দপ্রাপ্ত সাপেক্ষে সহযোগিতা করা হবে।