যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার তুরস্ক সফরে যাচ্ছেন। এই সফরে দুই দেশ চূড়ান্ত করতে যাচ্ছে বহু বিলিয়ন ডলারের ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় চুক্তি। একাধিক কূটনৈতিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে মিডল ইস্ট আই।
তুরস্ক ২০২৩ সাল থেকে ইউরোফাইটার কনসোর্টিয়ামের প্রধান সদস্য যুক্তরাজ্যের সঙ্গে এ নিয়ে আলোচনা করছে। ২০২৪ সালে জার্মানির ভেটো প্রত্যাহারের মাধ্যমে আঙ্কারা বড় বাধা অতিক্রম করে।
চলতি বছরের জুলাইয়ে ৪০টি ইউরোফাইটার কেনার বিষয়ে প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর থেকে দুই দেশ প্রযুক্তিগত দিক ও মূল্য নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। আঙ্কারার দাবি, যুক্তরাজ্য তুলনামূলক দাম বেশি হাঁকাচ্ছে।
সূত্র জানায়, দ্রুত সরবরাহ নিশ্চিত করতে মোট ৪০টি বিমানের মধ্যে ২০টি প্রাথমিকভাবে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স থেকে দেয়া হবে। বাকি ২০টি বিমান পরবর্তীতে তুরস্কের নিজস্ব চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করে সরবরাহ করা হবে।
স্টারমার তার সফরের আগে আঙ্কারায় প্রতীকীভাবে দুটি ইউরোফাইটার পাঠিয়েছেন। তবে এই বিমান দুটি তুরস্কে থেকে যাবে কিনা, তা এখনও নিশ্চিত করা হয়নি।
তুরস্কের বিমানবাহিনী এতোদিন মূলত যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে এসেছে। ফলে ইউরোপীয় নির্মিত ইউরোফাইটার হবে তাদের জন্য নতুন অভিজ্ঞতা।
চুক্তির আওতায় তুরস্ক সর্বাধুনিক ট্রাঞ্চ ৪ সংস্করণের ইউরোফাইটার পাবে। এতে উন্নত রাডার ও অ্যাভিওনিক্স সিস্টেম রয়েছে।
তুরস্কের নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান ২০২৮ সালে বহরে যুক্ত হওয়ার কথা। তার আগ পর্যন্ত ইউরোফাইটার প্রকল্পটি হবে আঙ্কারার আকাশ বহরের প্রধান হাতিয়ার।
বিডি প্রতিদিন/নাজমুল