খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবায় দুর্নীতির প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা। ২৮ অক্টোবর হাসপাতাল প্রাঙ্গণে গণস্বাক্ষর কর্মসূচি, ২৯ অক্টোবর অবস্থান, ৩০ অক্টোবর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও ৩১ অক্টোবর শহীদ হাদিস পার্কে প্রতিবাদ সমাবেশ হবে। ছাত্র-জনতার অভিযোগ, হাসপাতালে স্বাস্থ্যসেবায় প্যাথলজি কমিশন বাণিজ্য, চিকিৎসক অনুপস্থিতি, ওষুধ চুরি, খাবার সরবরাহে সিন্ডিকেট গড়ে উঠেছে।