পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সোনাপাতিলা এলাকা থেকে দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এসব উদ্ধার করা হয়। অধিদপ্তরের পরিদর্শক এ এস এম মঈন উদ্দিন কবির জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিব আলীর নেতৃত্বে সোনাপাতিলা পশ্চিমপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের বাড়িতে অভিযান চালানো হয়।