সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের ফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ এবং মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের কাছে ৩-১ সেটে হেরে ছিটকে যায় বাংলাদেশ। এই জয়ে ফাইনালে তুর্কমেনিস্তানের প্রতিপক্ষ আফগানিস্তান।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ-আফগানিস্তান উভয় দলের জন্য ছিল অঘোষিত সেমিফাইনাল। প্রথম তিন ম্যাচে জয়ের পর তুর্কমেনিস্তানের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে জয় স্বাগতিকদের ফাইনালে নিয়ে যেতে পারত। আবার ফাইনালে যেতে আফগানিস্তানেরও জয়ের বিকল্প ছিল না।
তীব্র উত্তেজনাপূর্ণ প্রথম সেটে ২৫-২৩ পয়েন্টে আফগানিস্তানকে হারিয়ে এগিয়ে যায় বাংলাদেশ। গ্যালারিতে থাকা স্বাগতিক দর্শকরা তখন উল্লাসে ফেটে পড়েন। তবে দ্বিতীয় সেট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন আফগানরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে ম্যাচে সমতা আনে। তৃতীয় সেটে আবারও চরম উত্তেজনা হয়। শেষ মুহূর্তে ২৫-২৩ পয়েন্টে জয় তুলে নিয়ে ম্যাচে নিজেদের অবস্থান আরও ভালো করে আফগানিস্তান। ম্যাচে টিকে থাকতে চতুর্থ সেটে বাংলাদেশের জয়ের কোনো বিকল্প ছিল না। সেই সেটে ১৯-২৫ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশ হারলে আফগান খেলোয়াড়রা জয়োল্লাসে মাতেন।
বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা তিনটি করে ম্যাচ জিতলেও গেম পয়েন্টের হিসেবে এগিয়ে থাকায় আফগানিস্তান ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে তুর্কমেনিস্তান। তৃতীয় স্থান নির্ধারণীর লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
বিডি প্রতিদিন/কেএ