কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে সংরক্ষিত বনাঞ্চল দখল ও প্যারাবন কাটার অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার মহেশখালী থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল লতিফ জনি। উল্লেখ্য, কক্সবাজার উপকূলের প্যারাবন ধ্বংসের সচিত্র প্রতিবেদন সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মঞ্জুরুল হক। তিনি জানান, এজাহারটি নথিভুক্ত করা হয়েছে।