দিনাজপুরের বীরগঞ্জে গতকাল দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে ৪ শতাধিক চক্ষুরোগী চিকিৎসাসেবা গ্রহণ এবং আড়াই শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। বীরগঞ্জ উপজেলার বাহাদুরহাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন- আবদুল মোনায়েম খান, মাহাবুবুর রহমান, আবু বক্কর, ফরিদা ইয়াসমিন, দুলাল হোসেন এবং মাজেদুর রহমান প্রমুখ।