কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেছে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিএনপির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আজকে কমনওয়েলথ ডেলিগেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে দেখা করতে এসেছে। মূলত নির্বাচনকে সামনে রেখে কিভাবে এই নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কেমন হবে এবং কতটা নিরপেক্ষভাবে এগিয়ে নেয়া যাবে-এ বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।’
আমীর খসরু বলেন, ‘দীর্ঘ আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গ। তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণাটি এক সময় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি জনগণের কাছে একটি গ্রহণযোগ্য ফর্মুলা হিসেবে রয়েছে। বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, সেই আদলে নির্বাচন হলে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। তাই কেয়ারটেকার সরকারের আদলে নির্বাচন হলে, সেটি স্বচ্ছ ও প্রশ্নবিদ্ধহীনভাবে সম্পন্ন করা যাবে-এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
তিনি জানান, কমনওয়েলথ প্রতিনিধি দল নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক উত্তরণকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ক্যাপাসিটি বিল্ডিং বা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও আলোচনা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত