ব্রাহ্মণবাড়িয়ায় বৈধ বাণিজ্যিক স্থাপনা অবৈধ বলে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভিযোগ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির। প্রতিবাদে জেলা সদরের সব ওষুধের দোকান বন্ধ ঘোষণা করেন সমিতির নেতারা। তবে গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ওই ধর্মঘট প্রত্যাহার করেন তারা। এদিকে ধর্মঘট চলাকালে শহরের সহস্রাধিক ওষুধের দোকান বন্ধ ছিল। ফলে দুর্ভোগে পড়েন রোগী ও স্বজনরা। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতা ও ফার্মেসি ব্যবসায়ীরা কর্মসূচি সফল করতে গতকাল বিক্ষোভ মিছিল করেন। শহর প্রদক্ষিণ শেষে সরকারি মহিলা কলেজ মার্কেটের সামনে অবস্থান নেন তাঁরা। বক্তব্য দেন ছানাউল হক ভূইয়া, নূরে আলম সিদ্দিকী, জিয়াউল হক, খোকন খান প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮৩ সালে মার্কেটে ১৪টি দোকান সিকিউরিটি মানি দিয়ে বৈধভাবে ভাড়া নেওয়া হয়।