মাগুরার মহম্মদপুরে খালের পানিতে গোসলে নেমে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে গোসলে নেমে দুই বন্ধু নিখোঁজ হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
মাগুরা : মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে খালে গোসলে নেমে একসঙ্গে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো-আনারুল হোসেনের মেয়ে তারিন (৯), সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮) ও তরিকুল ইসলামের মেয়ে তানহা (৯)।
মহম্মদপুর থানার ওসি আবদুর রহমান বলেন, বাড়ির পাশের খালে গোসল করতে নেমে তিন শিশু ডুবে মারা যায়। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া : শেরপুরের করতোয়া নদীতে গোসলে নেমে দুই বন্ধু নিখোঁজ হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা হলেও হৃদয় হাসান ও নীরব এখনো নিখোঁজ রয়েছে। গতকাল সকালে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে। হৃদয় বগুড়া শহরের রহমান নগর এলাকার দুলাল হোসেনের ছেলে। সে ঢাকার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। জানা যায়, হৃদয় হাসান, নীরব ও সৌরভ নামের তিন বন্ধু করতোয়া নদীতে গোসল করতে নামে। এ সময় তারা নদী পার হওয়ার চেষ্টা করলে স্রোতের তোড়ে নীরব ও হৃদয় তলিয়ে যায়। পরে সৌরভকে জীবিত উদ্ধার করা করা রয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। উদ্ধার হওয়া সৌরভ জানায়, হৃদয় সাঁতার জানার পরও স্রোতে ভেসে গেছে।
শেরপুর ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর নুরুল ইসলাম জানান, উদ্ধারের চেষ্টা চলছে। রাজশাহী থেকে স্পেশাল ডুবুরি নিয়ে আসার জন্য খবর দেওয়া হয়েছে।