চট্টগ্রামে ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে হাটহাজারীর ছিপাতলী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. সানিম, রবিউল হোসেন সাইমন এবং রিয়াজুল ইসলাম তুহিন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুইয়া বলেন, রাতে হাটহাজারী উপজেলার ছিপাতলীর নুর মোহাম্মদ সড়কে যাত্রী সেজে সিএনজি ছিনতাই করার চেষ্টা করছিলেন তিন ব্যক্তি। তখন পরিচালিত এক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।