বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে স্পেন। শনিবার জর্জিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় জয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে রয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু জয় নয়, এখন পর্যন্ত একটি গোলও হজম না করায় স্পেনের রক্ষণভাগ নিয়েও প্রশংসা চলছে চারদিকে। সেই সুরে মেতেছেন দলের রাইট-ব্যাক পেদ্রো পোরোও।
জর্জিয়ার বিপক্ষে ম্যাচে স্পেনের হয়ে গোল করেছেন ইয়েরেমি পিনো ও মিকেল ওইয়ারসাবাল। তবে ম্যাচের মূল গল্প ছিল স্পেনের একচেটিয়া নিয়ন্ত্রণ ও রক্ষণভাগের দৃঢ়তা।
প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রেখে স্পেন একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে। গোলের উদ্দেশ্যে নেয় ২৪টি শট, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে জর্জিয়া মাত্র একটি শট নিতে পেরেছে, তাও লক্ষ্যে ছিল না।
লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস ও রদ্রিকে ছাড়া মাঠে নামলেও ছন্দপতন হয়নি স্পেনের খেলায়। প্রতিপক্ষকে নিজেদের অর্ধে আটকে রেখে রক্ষণে গড়ে তোলে অটল দেয়াল।
স্পেনের এমন জমাট রক্ষণভাগের প্রশংসা করে ম্যাচ শেষে পেদ্রো পোরো বলেন,'জিততে পেরে আমরা খুব খুশি। দল আজ সবদিক থেকেই ভালো পারফর্ম করেছে। ওদের কিছু পাল্টা আক্রমণ রুখতে হয়েছে এবং সেটা আমরা সফলভাবেই করেছি। রক্ষণভাগের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। টানা তিন ম্যাচে কোনো গোল না খাওয়া আমাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।'
আগামী মঙ্গলবার স্পেনের প্রতিপক্ষ বুলগেরিয়া।
বিডি প্রতিদিন/মুসা