কুমিল্লার চান্দিনায় সুদের টাকা আদায়ের জন্য আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের মূল হোতা বোরহান উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর ছেলে চান্দিনা থানায় মামলা করেন। ওসি জাবেদ উল ইসলাম জানান, বৃদ্ধকে নির্যাতনের ঘটনায় তার ছেলে বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।