গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব পাড়া নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের আটজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। সোমবার বিকালে উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।